Airtel Offers


ব্যবসা গুটিয়ে  নেয়ার  কথা ভাবছে  কি ভারতীয়  এয়ারটেল ????
গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজিয়াটা গ্রুপ বারহাদ (আজিয়াটা) ও ভারতী এয়ারটেল লিমিটেড (ভারতী) যৌথভাবে ঘোষণা করেছে যে, তারা তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের বাংলাদেশে মালিকানাধীন টেলিকমিউনিকেশন্স ব্যবসা প্রতিষ্ঠানের রবি আজিয়াটা লিমিটেড (রবি) ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের (এয়ারটেল) ব্যবসা একীভূত করা যায় কি না তা পর্যালোচনার কাজ শুরু করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘোষণা উভয় প্রতিষ্ঠানের পর্যালোচনার উদ্যোগকে সহায়তা এবং পরস্পরের মধ্যে তথ্য আদান প্রদানের সুবিধা ও এ সম্পর্কিত নিয়ন্ত্রক (রেগুলেটরি বডি) সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পথকেও সহজ করবে। তবে এমন কোনো নিশ্চয়তা নেই, দুই ব্যবসাপ্রতিষ্ঠান একীভূত করার জন্য সুনিশ্চিত চুক্তি হবে। পর্যালোচনা শেষে এই বিষয়ে বিশেষ কোনো অগ্রগতি হলে তা আজিয়াটা ও ভারতী পরবর্তীতে ঘোষণা দেবে।
রবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, আলোচনা শুরু হয়েছে মাত্র। এটি দুই কম্পানির একীভূতকরণ নাকি রবির এয়ারটেল বাংলাদেশ অধিগ্রহণ এ বিষয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি।
প্রায় বছর দেড়েক থেকেই এয়ারটেলের বাংলাদেশ অপারেশনের টাওয়ারসহ বেশ কিছু সম্পদ বিক্রির চেষ্টা করছিল। সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে ভারতের বেসরকারি টিভি চ্যানেল সিএনবিসি।
বিটিআরসির তথ্য অনুযায়ী, রবির বর্তমান গ্রাহক দুই কোটি ৭৯ লাখ। অন্যদিকে এয়ারটেলের ৯০ লাখ। পাঁচ বছর আগে ওয়ারিদ টেলিকমের বাংলাদেশের ৭০ শতাংশ শেয়ার কিনে নেয় ভারতী এয়ারটেল। এরপর নাম পরিবর্তন করে এয়ারটেল করা হয়। 














Airtel Dosti  | Tariff
Life is impossible without friends! To keep you connected with your friends, airtel brought to you a brand new prepaid package, 'dosti'! Now get 5 Super FnF from 0000hr.
Modality: 
1. For making this package even more attractive we have launched a internet based campaign for this package only. 
2. For migrating to this package customer has to dial *121*89# (FREE).

No comments:

Post a Comment